‘হ্যারি পটার’ অভিনেতা রবি কোলট্র্যানের জীবনাবসান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১০:৪৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫

বিনোদন ডেস্ক: মারা গেছেন স্বটিশ অভিনেতা রবি কোলট্র্যান। ৭২ বছর বয়সে তার জীবনাবসান হয়। গতকাল শুক্রবার স্কটল্যাণ্ডের ফালকির্কের কাছে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার এজেন্ট বেলিন্দা রাইট সংবাদমাধ্যমকে এই খবর জানান। হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে ‘হ্যাগরিড’ চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন।

রবির আসল নাম অ্যান্থনি রবার্ট ম্যাকমিলান। ১৯৫০ সালে দক্ষিণ ল্যাঙ্কাশায়ারে তার জন্ম। বাবা ইয়ান ব্যাক্সটার ম্যাকমিলান ছিলেন এক জন শিক্ষক। মা জিন রস ছিলেন এক জন পিয়ানোবাদক।

১৯৭৯ সালে একটি টেলিভিশন সিরিজ়ের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন রবি। ১৯৮৩ সালে কমেডি সিরিজ ‘আলফ্রেসকো’, ১৯৮৭ সালে ‘টুটি ফ্রুটি’ নামক সিরিজ়ে মুখ্য অভিনেতা হিসেবে ছিলেন। ১৯৯৩ থেকে ১৯৯৫ অবধি টেলিভিশন সিরিজ় ‘ক্র্যাকার’-এ মনোবিদের চরিত্রে অভিনয় সকলের মন কেড়ে নিয়েছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনি পর পর তিনবার ‘বাফটা’ পুরস্কার জেতেন।

যদিও সিনেমাপ্রেমিকরা তাকে মনে রেখেছেন হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে ‘হ্যাগরিড’-এর জন্য। তার মৃত্যুতে হ্যারি পটার বইটির লেখিকা জে কে রাউলিং টুইটারে দুঃখপ্রকাশ করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত