হাসপাতালে ভর্তি শিশু সাহিত্যিক আলী ইমাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২১, ০৯:০৩ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ১২:২০

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন শিশু সাহিত্যিক আলী ইমাম। বৃহস্পতিবার (২০ মে) তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের জেনারেল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

শুক্রবার (২১ মে) ইবনে সিনা হাসপাতালের তথ্য ম্যানেজার নাসির উদ্দিন বলেন, আলী ঈমাম (৭২ বছর) বৃহস্পতিবার থেকে আমাদের হাসপাতালের জেনারেল আইসিইউতে ভর্তি আছেন।

জানা গেছে, খ্যাতিমান শিশু সাহিত্যিক ও টিভি প্রযোজক আলী ইমাম মাইল্ড স্ট্রোক (মৃদু স্ট্রোক) করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর।

আলী ইমামের অসুস্থতার বিষয়ে আরেক শিশু সাহিত্যিক মোস্তফা হোসাইন ফেসবুকে লিখেছেন, শিশু সাহিত্যিক আলী ইমাম ভাই গুরুতর অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। তার আরোগ্য কামনা করি।

আলী ইমাম শিশু সাহিত্যিক এবং অডিও ভিজ্যুয়াল ব্যবস্থাপক। শিশুদের উপযোগী গল্প, উপন্যাস, প্রবন্ধ, ফিচার, ভ্রমণকাহিনী, বিজ্ঞান কল্পকাহিনী সবই লিখেছেন তিনি। এখন পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ছয় শতাধিকের বেশি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত