হারাগাছে জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৯:৫২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২০:৫৫
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নে আর্তমানবতার সেবায় আমরা আছি আপনার পাশে এ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার খানসামা হাট জামতলা বাজার কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জহুরা ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। বক্তব্য রাখেন সাংবাদিক জহির রায়হান, জহুরা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ ডাঃ মোঃ আলাউল ইসলাম বাবু, সদস্য (মিডিয়া) সাংবাদিক আলমগীর হোসেন, পরিচালনা কমিটির সদস্য মিটুল মিয়া, অফিস স্টাফ আব্দুল মতিন প্রমূখ। আলোচনা শেষে ইফতার মাহফিল ও দোয়া করা হয় । এছাড়াও প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত