হারাগাছে আগুনে পুড়ে বাড়ি ঘর ভস্মীভূত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৩, ১৭:৩৫ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩০

কাউনিয়া উপজেলার হারাগাছ ছোট পুল এলাকায় আখ ব্যবসায়ী মাহফুজের বাড়ি ঘর ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুর আনুমানিক পৌনে একটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ পৌর সভার ছোট পুল এলাকার বাসিন্দা আখ ব্যবসায়ী মাহফুজের রান্না ঘর থেকে অগ্নি কান্ডের সূত্র পাত ঘটে নিমিষেই ছড়িয়ে পড়ে আগুন। এতে ঘর বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নি কান্ডে আসবাবপত্র, ধান চাল, কাপড়, প্রয়োজনীয় কাগজ পত্র সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবার টি খোলা আকাশের নীচে বসবাস করছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত