স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেলের নির্দেশে
হামাসকে ‘সন্ত্রাসী’র তকমা দিল ব্রিটিশ সরকার; ইসরাইলের উল্লাস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০৭:৪৪ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২২:১৪
ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে ঘোষণা করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল শুক্রবার লন্ডনে এই ঘোষণা দিয়ে বলেছেন, তার নির্দেশে ব্রিটেনে হামাসের যেকোনো ধরনের তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে।
প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, অত্যাধুনিক সমরাস্ত্র হাতে থাকার পাশাপাশি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়ার মতো এমন সব উল্লেখযোগ্য উপকরণ হামাসের কাছে রয়েছে যার কারণে এটিকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করা যায়। বর্ণবাদী ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঠিক এ কারণে আমি হামাসের সব ধরনের তৎপরতা পুরোপুরি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছি।
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ তাৎক্ষণিকভাবে ব্রিটিশ সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বেনেত এক টুইটার বার্তায় লিখেছেন, হামাস একটি উগ্র ইসলামি সংগঠন যা ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালায় এবং ইসরাইলকে ধ্বংস করতে চায়। হামাসকে সন্ত্রাসী ঘোষণা করার জন্য আমি আমার বন্ধু [ব্রিটিশ প্রধানমন্ত্রী] বরিস জনসনকে ধন্যবাদ জানাই।
লাপিদ তার টুইটার বার্তায় লিখেছেন, লন্ডনের পক্ষ থেকে হামাসকে সন্ত্রাসী ঘোষণা ইসরাইলসহ মিত্র দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রচেষ্টার ফসল। এর ফলে ব্রিটেনের সঙ্গে ইসরাইলের সম্পর্ক আরো শক্তিশালী হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত