সড়ক দূর্ঘটনায় আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১০:৫০ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৮:৩০
বাগেরহাটে মোরেলগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত সাবেক ছাত্রদল নেতা মোহাম্মাদ জসিম উদ্দিন তালুকদার (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বৃহস্পতিবার (১০ মার্চ) রাত দেড়টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর আগে ৩ মার্চ রাতে পিরোজপুর জেলার জিয়ানগর এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয় জসিম উদ্দিন। আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার মোরেলগঞ্জ পৌর এলাকার আলী হোসেনের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জসিম উদ্দিন মোরেলগঞ্জ পৌর ছাত্র দলের আহবায়ক এবং মোরেলগঞ্জ এস, এম কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।শুক্রবার জুমআবাদ জিয়ানগরে নামাজে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত