স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার করোনায় আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১২:২৪ |  আপডেট  : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৩৬

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও করোনায় আক্রান্ত।

শনিবার (২০ মার্চ) ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর  আমরা পরীক্ষা করাই। দুইদিন আগে রেজাল্ট পজিটিভ এসেছে। এমনিতেই আমরা ভালো আছি। নিজ নিজ বাসায় আইসোলেশেন আছি। ’

এ বিষয়ে জানতে মহাপরিচালককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

অন্য একটি সূত্র জানায়, কয়েক দিন আগে স্বাস্থ্য অধিদফতরের প্রায় ৮-১০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত