সুনীল শর্মাচার্য এর ছড়া

  সুনীল শর্মাচার্য

প্রকাশ: ২৬ মে ২০২১, ০৯:২৫ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৭

১.

গাছে গাছে ডাকে পাখি
ফুল ফোটে বনে,
ভালো নেই কেউ আর
ভয় ভয় মনে!

চারদিকে শুধু যেন
ভয় আর ভয়,
কি যে হবে ভেবে মরি
প্রাণ করি ক্ষয়!

কেউ আছে, আশা দেবে
ভয় নয় ভয়,
দিনকাল তবু লেখে
জানি হবে জয়!

২.

পথেঘাটে হও সাবধান
সজাগ থাকো খুব,
বিপদ থাকে ঘাপটি মেরে
কেমন ডুব ডুব!

বিপদ আসে হঠাৎ করে
মটকে ধরে ঘাড়,
লুটেপুটে সব কেড়ে নেয়
মনটা ছারখার!

কোথায় আছে সৎ মানুষ
সবার জন্য আজ?
সাধু সেজে করছে সবাই
অসামাজিক কাজ!

৩.

সময় দেখ লিখছে কথা
লকডাউনে খাতায়,
আমরা মানুষ ধৈর্য পিষি
বাঁচার স্বপ্নে যাঁতায়!

যুগ ইতিহাস লেখে কাল
মহামারীর ভাষায়,
মৃত্যু নিয়ে আমরা লড়ছি
জীবন গড়ি আশায়!

৪.

প্রকৃতি জানি বড় ঈশ্বর
সে যে নাট্যকার,
গাছপালা আকাশ বাতাস
সব গড়া তার!

স্বার্থের টানে লোভটা বাড়ে
তাও হয় শেষ,
সংকটকাল এলে দেখি
উদ্ভ্রান্ত বেশ!

সবাই ভাই হাতটি ধরো
বলি ওগো শোনো,
একা একা কি যায় রে বাঁচা
সমাজে কক্ষণো?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত