সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ১৯:৫৮ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯
১৯৭৫ এর ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে জেল প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা মানবজাতির ইতিহাসে অন্যতম নিষ্ঠুরতম ও বর্বর হত্যাকাণ্ড। ইতিহাসের অন্যতম নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও শহীদ জাতীয় চার নেতা স্মরণে "জেল হত্যা দিবস" এ সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় সুইডেন আওয়ামী লীগ, সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সহ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরীর এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডঃ ফরহাদ আলী খান। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরও বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক দলিলউদ্দিন দুলু, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল আলম, প্রচার সম্পাদক শেখ ইউসুফ আলী রতন, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, কার্যকরী পরিষদ সদস্য লাভলু মনোয়ার, নাজমুল খান, আরিফ হোসেন সুমন, পলাশ পাল, ফরহাদ রেজা, আহসানুল কবির প্রমুখ।
বক্তাগণ জাতীয় চার নেতার প্রতি সুইডেন আওয়ামী লীগ এর বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করে বলেন ৭৫ এর ১৫ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর জাতিকে নেতৃত্বশূন্য করে মুক্তিযুদ্ধের আদর্শকে ভুলুন্ঠিত করতে ৩রা নভেম্বর সংঘটিত হয় মানবজাতির ইতিহাসে অন্যতম নিষ্ঠুরতম বর্বর এই হত্যাকাণ্ড। এদিন বিশ্ব মানবতাকে পদদলিত করে বিশ্ব সভ্যতার ইতিহাস কে রক্তাক্ত করে কলংকিত করা হয়েছিল একটি নিষ্ঠুরতম পৈশাচিক হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয় জেলখানায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। সভায় জেল হত্যাকান্ড ও ১৫ ই আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে জড়িত খুনিদের এবং নেপথ্যের সকল ষড়যন্ত্রকারি ও কুশীলবদের অবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানানো হয়। এই কলঙ্কময় দিনে সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাদের সীমাহীন আত্মত্যাগ থেকে সবাইকে দীক্ষা নেয়ার আহ্বান জানানো হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত