বাজারে দাম কম, হাসি নেই কৃষকের
মাদারীপুর জেলার ৫টি উপজেলায় ধানের বাম্পার ফলন

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০২ | আপডেট : ১৮ মে ২০২৫, ১৭:১৪

আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে মাদারীপুর জেলার ৫টি উপজেলায় চলতি মৌসুমে ইরি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মাদারীপুর সদর,রাজৈর, কালকিনি, ডাসার ও শিবচর উপজেলার প্রতিটি এলাকায় ইতোমধ্যে ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শ্রমিকদের পাশাপাশি নারী পুরুষেরাও তাদের উৎপাদিত ধান কাটতেছে। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা। এদিকে প্রচন্ড দাবদাহের কারণে কিছু এলাকায় ধানের শীষ মরে গেলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোন প্রভাব পড়বেনা বলে জানিয়েছে কৃষি বিভাগ।
মাদারীপুরে চলতি মৌসুমে ৩৩ হাজার ৭৭০ হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৩২ হাজার ৭৮০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো।
জানাগেছে, উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ইরি বোরো জাতের ধানের চাষ হয়েছে বিভিন্ন এলাকায়। ঠিকমতো ফসল ঘরে তুলতে পারলে মাদারীপুরে এবার সাড়ে ১ লাখ ৪৫ হাজার ৯২১ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এদিকে ধানের উৎপাদন স্বাভাবিক রাখতে এ বছর ২২ হাজার কৃষককে ধান আবাদে প্রণোদনা দেয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার কৃষককে ২ কেজি করে উচ্চফলনশীল ধান বীজ দেয়া হয়। আর ১২হাজার কৃষককে ৫ করে কেজি বোরো ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের কৃষক আনোয়ার বাদশা জানান, এ মৌসুমে সার, বীজ, কীটনাশক ও ডিজেলসহ সবকিছু পাওয়া গেলেও দাম একটু বেশি হওয়ায় আবাদে খরচও বেশি হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার জমিতে ধান ভালো হয়েছে। কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাজেম মাতুব্বর জানান, সরকার যদি সার বীজ কীটনাশক বিনামূল্যে দিত তাহলে ভালো হতো।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক উৎপল রায় বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান আবাদ হয়েছে। আর উচ্চফলনশীল ধান চাষ করায় ফলনও ভালো হয়েছে। এছাড়া অতিরিক্ত দাবদাহে ধানের শীষ নষ্ট হয়ে যাওয়ার কথা থাকলেই দাবদাহের আগেই ধান পেকে গেছে। এতে কৃষকরা কোন ক্ষতির মুখে পড়েনি । এবছর ধানের দাম যদি ভাল থাকে তাহলে আশার আলো দেখবেন বলে দাবি প্রান্তিক অঞ্চলের কৃষকেরা।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত