পঞ্চগড়ে জমির বিরোধে মারপিট থানায় মামলা

  পঞ্চগড় জেলা সংবাদদাতা

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৮:০৯ |  আপডেট  : ১৭ মে ২০২৫, ২৩:৩৬

পঞ্চগড়ে জমির বিরোধে মারপিট ও টাকা লুট করার অভিযোগে থানায় মামলা হয়েছে।গত শুক্রবার রাতে সদর থানায় পাঁচজনকে আসামী করে মোস্তফা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।মোস্তফা সদর উপজেলার ডিয়াবাড়ি এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে।আসামীরা একই এলাকার আনোয়ার, সমিরুল,শাহজাহান,মোহাম্মদ আলী ও সমিরন। 

মামলার এজাহার সুত্রে জানা যায়,গত মঙ্গলবার রাতে মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন তালমা বাজারে অবস্থানকালে আসামী আনোয়ার মোবাইল ফোনে কল দিয়ে তাহার বাড়ির সামনে যেতে বলে। আসামীর বাড়ির সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তাকে টানা হেচড়া করে আসামীর বসত বাড়ির ভিতরে নিয়ে ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে জখম ও রক্তাক্ত করে।তার কাছে ব্যবসার আট লক্ষ টাকা অসৎ উদ্দেশ্যে কেড়ে নেয়।দেলোয়ার আসামীদের মারপিটে অজ্ঞান হলে বাড়ির সামনে ফেলে রাখে।

স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দিলে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।তার মাথায় ১১টি সেলাই রয়েছে।মামলার বাদি মোস্তফা জানান,আমার ভোগদখলীয় জমি আসামীরা দখলে নিতে বিভিন্নভাবে হয়রানি করছে।সুষ্ঠু তদন্ত করে বিচার দাবী করেন তিনি।পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামী আটকের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত