সিলেটের ১৯ টি আসনের জামায়াতের প্রার্থীদের হিসাব নিকাশ চুড়ান্ত

  সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:১৬

সিলেটের ১৯ টি আসনের জামায়াতের প্রার্থীদের হিসাব নিকাশ চুড়ান্ত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের আসন সমঝোতায় সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী। বাকি ৯টি আসন জোটভুক্ত অন্যান্য শরিক দলকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোনো আসন দেওয়া হয়নি, যদিও সারাদেশে দলটিকে ৩০টি আসন  ছেড়ে দিয়েছে জামায়াত।
সুনামগঞ্জ-৩: আসনটি সবদলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একক ভাবে নির্বাচনের  ঘোষণা দেয়ায় সুনামগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ আসনেও লড়তে পারে জামায়াত। ফলে বিভাগে তাদের প্রার্থী সংখ্যা দাঁড়াতে পারে ১২ তে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি জানান, জোটগত সমঝোতার ভিত্তিতে জামায়াতে ইসলামী মোট ১৭৯টি আসনে প্রার্থী দেবে।
যদিও সংবাদ সম্মেলনে আসনভিত্তিক পূর্ণ তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি, তবে দলটির একটি বিশ্বস্ত সূত্রে সিলেট বিভাগের যেসব আসনে জামায়াত প্রার্থী দিচ্ছে, সেগুলোর তথ্য পাওয়া গেছে।
সূত্র অনুযায়ী, সিলেট বিভাগে জামায়াতে ইসলামী প্রার্থী দিচ্ছে সেগুলো হলো-সিলেট-১ (সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি করর্পোরেশন) আসনে মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) আসনে মো. জয়নাল আবেদীন, সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা) আসনে মো. সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা উপজেলা) আসনে মোহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) আসনে মো. শামছ উদ্দিন, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা) আসনে আব্দুস সালাম মাদানী, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনে  মোহাম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে মো. সায়েদ আলী ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) আসনে মো. শাহজাহান আলী।
এদিকে সিলেট বিভাগে ৫টি আসন পেয়েছে খেলাফত মজলিস। এরমধ্যে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে দলটির প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে মুফতী আবুল হাসান, মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী, হবিগঞ্জ-২ আসনে প্রার্থী কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ ও হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের।
সমঝোতায় সিলেট বিভাগে একটি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী শেখ নূরে আলম হামিদী। এছাড়া সুনামগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করলেও সেটি সবদলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের ইয়াসীন খান, এবি পার্টির সৈয়দ তালহা আলম ও খেলাফত মজলিসের হাফেজ শেখ মোশতাক আহমদ।
শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় সিলেট বিভাগে তাদের জন্য রাখা দুটি আসনে বিকল্প প্রার্থী সিলেকশন করবে জামায়াত জোট। বিভাগে ইসলামী আন্দোলনের জন্য রাখা দুটি আসনের মধ্যে ছিলো- সুনামগঞ্জ-১ আসনে ডা. মো. রফিকুল ইসলাম চৌধুরী ও হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমেদ সুহেল।
এর আগে বৃহস্পতিবার ১১ দলীয় জোটের আসন সমঝোতায় ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এরমধ্যে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এবি পার্টি ৩টি, এলডিপি ৭টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করবে। জোটভুক্ত অন্য তিন দলের আসন এখনো ঘোষণা করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট বিভাগে জামায়াতের শক্ত অবস্থান এবং প্রবাসী ভোটারদের প্রভাব বিবেচনায় রেখে এই আসন বণ্টন করা হয়েছে। সিলেটে এনসিপিকে কোনো আসন না দেওয়ার বিষয়টি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এদিকে শুক্রবার সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় তাদের জন্য রাখা ৪৭টি আসনে নতুন করে প্রার্থী সিলেকশন করার কাজ শুরু হয়েছে। এসব আসনে জামায়াত বেশী আসন  পেলেও অন্যান্য দলকেও আসন দেয়া হবে বলে জোট সূত্রে জানা গেছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত