সিরাজদিখান মালখানগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:৩৬ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৯
মুন্সীগঞ্জ সিরাজদিখানে বার্ষিক ফলাফল, এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সারে ১২টায় টায় মালখানগর উচ্চ বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইয়াছিন সুমনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গির আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল আলম স্বাগত বক্তব্য রাখেন । বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী । এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সমাজসেবক ও শিক্ষানুরাগী স্পেন প্রবাসী মোঃ শাহ আলম শেখ ,সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,সিরাজদিখান যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার প্রমুখ।পরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত