সিরাজদিখান উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৭:০১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ১০১ সদস্য বিশিষ্ট সিরাজদিখান উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।  সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার ১০ দিন পর এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হলো।

গত সোমবার জেলা বিএনপির যুগ্ম আহব্বায়কদের ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের যৌথ স্বাক্ষরে বিএনপির সিরাজদিখান উপজেলা বিএনপির ১০১ সদস্যের নতুন  কমিটির অনুমোদন দেন। তার স্বাক্ষরিত এক বার্তায় কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক(চলতি দায়িত্ব) এড. মোঃ আসাদুজ্জামান ইকো । ঘোষিত কমিটিতে শেখ মোঃ আব্দুল্লাহকে সভাপতি ও এম হায়দার আলীকে সাধারণ সম্পাদক করে ১০১ জনের নামের অনুমোদন দেওয়া হয় । এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি থন্দকার মাহমুদ হাসান কুট্টি,সহ-সভাপতি মোতাহার হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন,কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক( যুগ্ম-সম্পাদক মর্যাদা) মোঃ অহিদুল ইসলাম অহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন মুন্সি,মহিলা বিষয়ক সম্পাদক লাকী আক্তারসহ ১০১ জননের নাম অনুমোদিত হয়েছে।

উল্লেখ্য, গত ০২ সেপ্টেম্বর শনিবার সম্মেলনের মাধ্যমে শেখ মোঃ আব্দুল্লাহকে সভাপতি ও এম হায়দার আলীকে সাধারণ সম্পাদক  করে নাম ঘাষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এ প্রসঙ্গে নবাগত বিএনপি’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, সিরাজদিখান বিএনপির নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে সকল জল্পনা ও কল্পনার অবসান হলো। আশা করছি অতীতের চেয়ে এখনকার বিএনপির নতুন কমিটি অনেক বেশী শক্তিশালী। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত