৮০ জনের বিরুদ্ধে মামলা আটক ২
সিরাজদিখান ইটভাটার দখল নিয়ে দ্বন্দে টেঁটাযুদ্ধ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২২ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও ইটভাটার দখল নিয়ে দ্বন্দ্বের জেরে টেঁটাযুদ্ধের ঘটনায় তিন পুলিশ, নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বালুচরের মোল্লা কান্দিতে চলে এই সংঘর্ষ।
এই টেঁটাযুদ্ধে টেঁটাবিদ্ধ হন রিফা আক্তার (৩৫), রাকিব মুন্সী (৪৫), শহিদ বাউল (৫০), মিশু মোল্লা (২০), মোঃ জাকারিয়া (২০), শাহ আলী, এলাহী মুন্সী, জামিলা, সাব্বির (১৯), মিঠুন বাউল (৩৫)সহ প্রায় ১৫ জন। এই ঘটনার আটক ব্যক্তিরা হলেন মোল্লা কান্দি গ্রামের শেখ লাল মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন অপু (৪০) ও ছামেদ বাউলের ছেলে আলী আহম্মেদ বাউল (৫৫) ।
জানা যায়, দীর্ঘদিন ধরে নুর বাউল গ্রæপ ও নাসির মেম্বার গ্রæপের মধ্যে বালুচর বাজার ও ইটভাটা দখলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। যা স¤প্রতি সিরাজদিখান থানা পুলিশ উভয়পক্ষকে ডেকে নিয়ে মীমাংসা করে দেয় সেই বিরোধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে টেঁটাযুদ্ধ। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের সংঘর্ষে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে তারা পুলিশের উপর আক্রমণে করে। এতে থানার পরিদর্শক (তদন্ত) গুরুতর আহতসহ আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৮০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত