সিরাজদিখানে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রী মেডিকেল ক্যাম্প

  লতা মন্ডল,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৮:৪৪ |  আপডেট  : ৬ মে ২০২৪, ০৬:০৩

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সিরাজদিখানে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে সর্ব সাধারণের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অসুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিরাজদিখানে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়। হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেযারম্যান ইকবাল হোসেনর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজদিখানে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লি: এর ব্যবস্থাপনা পরিচালক সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা বেগম, উপজেলা বিএনপির সভাপতি আঃ কুদ্দুস ধীরণ, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেযারম্যান ইকবাল হোসেন,মুন্সীগঞ্জ জেলা আওযামীলীগ  শ্রম বিষয়ক সম্পাদক সামসুল হক। 

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আব্দুল হাকীম হাওলাদার, মুক্তার হোসেন,সাইফুল ইসলাম। এ সময়ে  অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা: আশিকুর রহমান শুভ, জেনারেল মেডিসিন কনসালট্যান্ট ডাঃ শামীম আহম্মেদ,জেনারেল প্যাক্টিশনারডাঃ আবু সুফিয়ান ফয়সাল,ডাঃ আশরাফুল ইসরাম (ইরফান) ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, নাক, কান, গলাসহ মেডিসিনের বিভিন্ন বিষয়ে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। ওই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। ।  হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেযারম্যান ইকবাল হোসেন বলেন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অত্যান্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার এই ৫০ বছর সমাজে যারা দুস্থ দরিদ্র আছে তারা এই সেবা নিয়ে উপকৃত হবে। তিনি আরো বলেন, হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং তাদের পাশে সব সময় থাকবে। পরবর্তী সময়ে আমরা আরো এসব অসহায় মানুষের পাশে দাড়ানো  প্রানবন্ত চেষ্টা করবো। প্রদান অতিথি সিরাজদিখান উপজেরা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ বলেন, সামজিক কার্যক্রম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তরুণদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত