সিরাজদিখানে ভাসুর কানাই মন্ডলের বিরুদ্ধে বিধবা মনি'র নানান অভিযোগ

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৪ মে ২০২২, ২০:০২ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭

মুন্সিগঞ্জ সিরাজদিখান শেখরনগরে ভাসুর কানাই  মন্ডলের বিরুদ্ধে বিধবা নারী মনি মন্ডলের মৃত স্বামীর টাকা জোড়পূর্বক উঠিয়ে নেওয়াসহ নানান অভিযোগ উঠেছে। হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টায় অভিযুক্ত ভাসুর প্রাণনাশের হুমকি প্রদানে ওই বিধবা নারী এবং তার এতিম দুই শিশু ছেলেকে নিয়ে জীবনের নিরাপত্তা শঙ্খা বোধ করছেন। এ ঘটনায় সিরাজদিখান থানায় ও শ্রীনগর থানায় তিনটি জিডি করা হয়েছে। জিডি নং-৪৯৫(১২/০৪/২০২২),জিডি নং-১২৮৬(৩০/১২/২০২১ইং) সিরাজদিখান থানা ও শ্রীনগর থানা জিডি নং- ১২৪৪(৩০/১২/২০২১ইং) করা হয়েছে। বিধবা নারী মনি মন্ডল সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিনহাটী গ্রামের শ্রীদাম মন্ডলের মেয়ে এবং শ্রীনগর উপজেলার আলমপুর গ্রামের মৃত নিখিল মন্ডলের স্ত্রী। বর্তমানে তিনি সিরাজদিখান উপজেলার  শেখরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। 

এ বিষয়ে শেখরনগর গ্রামের হরিপদ মন্ডল, বলরাম মন্ডল, নারায়ন মন্ডল, রতন মন্ডল বলেন, কানাই মন্ডল বিধবা মনি মন্ডলের টাকা হাতিয়ে নিয়ে এলাকায় প্রতিবাদের ঝড় তুলেছে। আমরা এই ধরনের ন্যাক্কার জনক ঘটনার বিচার চাই। কানাই মন্ডলের বিচার চাই। সিরাজদিখান থানার ওসি মোঃ মিজানুল হক বলেন, মনি মন্ডল সিরাজদিখান থানায় দুটি জিডি করেছেন। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত