আদমদীঘিতে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
হেদায়েতুল ইসলাম উজ্জ্বল
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:০২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৮:১৬
বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির ডোবার পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল দড়িয়াপুর গ্রামের পাট গুদামের পাশে ডোবার পানি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের পাশে একটি পাঠ গুদামের পাশে একটি কচুরীপানা ভর্তি পানির ডোবায় (দল) রয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় জনৈক ব্যক্তি ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টায় লাশ উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে বেশ কয়েক দিন আগে কেবা কারা হত্যা করে
ওই ডোবায় ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত