সিরাজদিখানে বিএনপির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ সরঞ্জামাদী বিতরণ
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:৫৩ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ২৩:০২
মুন্সীগঞ্জ সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ সরঞ্জামাদী বিতরণ ও সচেতনতা মূলক অগ্নি নির্বাপণ প্রশিক্ষন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সারে ১২ টায় জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষ থেকে মালখানগর উচ্চ বিদ্যালয়ে অগ্নি নির্বাপণ সরঞ্জামাদী বিতরণ করা হয়।
মালখানগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইয়াছিন সুমনের সভাপতিতে¦ ও সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গির আলম সঞ্চালনায় অগ্নি নির্বাপণ সরঞ্জামাদী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী, সমাজসেবক ও শিক্ষানুরাগী স্পেন প্রবাসী মোঃ শাহ আলম শেখ, মালখানগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম প্রমুখ।
সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, তরুণ প্রজন্মে অহংকার তারেক রহমানের নির্দেশে সিরাজদিখান উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ সরঞ্জামাদী বিতরণ করা হচ্ছে। আমাদের অগ্নি দুর্ঘটনা নিয়ে আতঙ্ক আছে, কিন্তু সচেতনতা নেই। নেই তেমন কোনো সরকারি-বেসরকারি সঠিক উদ্যোগ। ঢাকাসহ দেশের ৯৮ শতাংশ স্কুলে ,বিপনি-বিতানে অগ্নিঝুঁকি মোকাবিলার সক্ষমতা নেই। কোনো রকম নিয়মনীতি না মেনেই গড়ে উঠেছে উপানুষ্ঠানিক মার্কেটগুলো। কিছু কিছু স্কুলে দেখানো ফায়ার এস্টিংগুইশার, পানি রিজার্ভ ট্যাংক, বালুর বালতি, রেসকিউ সিঁড়ি থাকলেও বড় কোনো অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় তা মোটেই পর্যাপ্ত নয়। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে মালখানগর উচ্চ বিদ্যালয়ে আজ অগ্নি নির্বাপণ সরঞ্জামাদী বিতরণ করা হয়েছে। এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা এবং স্কুল কমিউনিটির মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা।
এসময় মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। তিনি বলেন সিরাজদিখান উপজেলা বিএনপির প¶ থেকে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সিরাজদিখানে বিএনপির উদ্যোগে মালখানগর উচ্চ বিদ্যালয়ে অগ্নি নির্বাপণ সরঞ্জামাদী বিতরণ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত