সিরাজদিখানে বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ১৮:৩৮ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:১৭
মুন্সিগঞ্জ সিরাজদিখানে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরীদের মধ্যে বাল্য বিবাহ প্রতিরোধ ও গর্ভধারণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ জানুয়ারী) সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল হলরুমে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিস বাস্তবায়নে সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের নিয়ে এ সভা আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সিরাজদিখান উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা, বিশেষ অতিথি সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লে· আবাসিক চিকিৎসক ডাঃ তাইফুল আলম। উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা ইপিআই ইনচার্জ মোঃ আলমগীর গাজী, সাংবাদিক গোপাল দাস হৃদয়, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধাণ শিক্ষক মোঃ আসাদুজ্জামান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে জেলা উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনি· মিডিয়াকর্মীগণ অংশগ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত