সিরাজদিখানে ফাঁকা বাড়িতে দুর্ধরষ চুরি

  লতা মন্ডল

প্রকাশ: ৭ মে ২০২৩, ১২:১৯ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪২

বাড়ির লোকজন না থাকায় ফাঁকা ঘড়ে সিরাজদিখানে দুর্ধরষ চুরির ঘটনা ঘটেছে। সিরাজদিখান মধ্য ইছাপুরা এলাকার একটি খালি ঘড়ে চুরির ঘটনায় নগদ টাকা,স্বর্ণালঙ্কার,বাড়িরর দলিল,মূল্যবান কাগজপত্রসহ ৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৬ মে) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। আজ রবিবার (৭ মে) সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে সিরাজদিখান থানা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেন সিরাজদিখান থানার ডিউটি অফিসার এএসআই মোঃ নিজাম খান। তিনি বলেন, রবিবার সিরাজদিখান থানাধীন ইছাপুরা ইউনিয়নের মধ্য ইছাপুরা গ্রামের নান্নু হাওলাদারের ভাড়াটিয়া শেখ জয়নাল আবেদীদের বাড়িতে চুরি লিখিত অভিযোগ পাই আমরা। ঘড় থেকে নগদ টাকা,স্বর্ণালঙ্কার,বাড়িরর দলিল,মূল্যবান কাগজপত্রসহ দামি মালামাল চুরি করে নেয়ার লিখিত অভিযোগ করেছেন মোঃ মাসুদ শেখ। মোঃ মাসুদ শেখ তার পিতা শেখ জয়নাল আবেদীনের ফাকা ঘড়ে চুরির বিষয়ে ইউসুফ হাওলাদার ও তার সৎ ভাই সোহেল হাওলাদারকে সন্ধেহ ও ধারনা করে লিখিত অভিযোগে তাদের নাম উল্লেখ করেছেন। ওসি স্যারকে অভিযোগের বিষয়ে জানিয়ে অভিযোগের সব তথ্য যাচাই করে দেখা হবে।

তিনি আরো বলেন, বাসাটির একটি শয়নকক্ষে এই চুরির ঘটনা ঘটেছে। তবে অন্য ঘড়ে নান্নু হাওলাদারের ভাড়াটিয়া রেনু বেগম রবিবার সকালে জয়নাল আবেদীনের ঘড়ের দরজা খোলা দেখে সবাইকে খবর দেন। এ বিষয়ে ইছাপুরা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সফিউদ্দিন মন্টু বলেন, চুরির ঘটনা শুনে আমি থানায় অভিযোগ করতে বলেছি। সিরাজদিখান ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া বলেন, চুরির বিষয়ে জয়নাল আবেদীনের ছোট ছেলে মিলন শেখ আমাকে জানিয়েছে। আমি সেখানে গ্রাম পুলিশ পাঠিয়ে ঘটনা জানার চেষ্টা করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত