সিরাজদিখানে জাতীয় সমবায় দিবস পালিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ১৫:২৯ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৭

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সারে ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিরাজদিখান উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা সমবায় সমিতি সমূহের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে দুপুর সারে ১২টায় দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন ’ এর উপর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর)আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী।সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সিরাজদিখান থানা ওসি মোঃ বোরহান উদ্দিন, লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন,  সমাজ সেবা কর্মকর্তা সুমন মধু, লতব্দী ইউপি সাবেক চেয়ারম্যান হাফিজ ফজলুলল হক, রশুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, কেন্দ্রীয় সমবায়সমিতির সাধারণ সভাপতি নজরুল ইসলাম তালুকদার,উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,এডভোকেট আবু সাঈদ,শুলপুর কো-অপারেটিভ সমিতির সভাপতি সজল জন পিরিজ,জাহিদ হোসেন জাহিদ,সাগর এনথোনি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা বিন্দু রানী পাল। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত