সিরাজদিখানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল সাবেক ছাত্রলীগ ফোরাম

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনধি 

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ২১:৪০ |  আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ০২:৩১

বাংলাদেশ ছাত্রলীগ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে মুন্সিগঞ্জ সিরাজদিখান সাবেক ছাত্রলীগ ফোরাম। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এরপর পুনর্মিলনী ও  সাবেক ছাত্রলীগ ফোরামের  সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকাল ৪টায় সিরাজদিখান সমবায় সুপার মার্কেট  সিরাজদিখান সাবেক ছাত্রলীগ ফোরামের অস্থায়ী কার্যালয়ে  ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্টা বার্ষিকী, পুনর্মিলনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেণ সাবেক ছাত্রলীগ ফোরামের সভাপতি মোঃ  জাহাঙ্গির হোসেন জনি। 

সাবেক ছাত্রলীগ ফোরামের সধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন মৃধার সঞ্চালনায় আলোচনা সভা  আনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ ফোরামের ইকবাল হোসেন চোকদার,সুবীর চক্রবর্তী, জাহাঙ্গির হোসেন,মোস্তাফিজুর রহমান মন্টু, বাহার হামিদ বাবু, আব্দুল মান্নান,রাকিবুল ইসলাম রাকিব, জয়ন্ত ঘোষ,সুব্রত দাস রনক, এম আর তালুকদার বাবু, শামীম চৌধুরী চ ল, জাহাঙ্গিও তালুকদার,মোঃ রাসেল শেখ, সম্রাট খান প্রমুখ। 

সিরাজদিখান সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ  নেতৃত্বে দিয়েছে সংগঠনটি । ৫২ এর ভাষা আন্দোলনে, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলনে ছাত্রলীগ গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে।  ৬৬ এর ছয় দফা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, মাঠে-ঘাটে ছড়িয়ে পড়ে। এছাড়াও ৬৮-তে শিক্ষা আন্দোলন এবং ৬৯ এর গণঅভ্যুত্থানসহ ৭০ এর নির্বাচন ও ৭১ এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগ গৌরবউজ্জ্বল ভূমিকা পালন করে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত