সিরাজদিখানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৪ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭
মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্কুলের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন শিক্ষার্থীদের মেধাবী সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় তাদের সম্মাননা ক্রেস্ট, নগদ টাকা ও গাছের চারা তুলে দেওয়া হয়। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা চত্তরের স্বাধীনতা মে এ সংবর্ধনা দেওয়া হয়।
সিরাজদিখান উপজেলা প্রশাসন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবী সংবর্ধনা দেওয়ার এ আয়োজন করে। এর আগে বেলা সাড়ে কোরান তেলোয়াত,গীতা পাঠের মাধ্যমে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে মেধাবী সংবর্ধনার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার হিসেবে ছাতা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান,সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভেিরর সভাপতিত্বে ও আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজের প্রভাষক চৈতি দেবনাথের স ালনা সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি)উম্মে হাবিবা ফারজানা,সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন বলেন, মেধাবী হলেই হবে না, ইতিবাচক মেধাবী হতে হবে। লেখাপড়ায় কেউ আগ্রহী হলে তার সামনে প্রতিবন্ধকতা বলে কিছু থাকে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত