সিরাজদিখানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ২২:৪০
মুন্সিগঞ্জ সিরাজদিখানে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজদিখান উপজেলা শাখা। গতকাল শনিবারসকাল ১০টায় সিরাজদিখান উপজেলা মোড় ও ঢাকা মাওয়া হাইওয়য়ে এক্সপ্রেসওয়ে নিমতলা বাসস্ট্যান্ডের সামনে বিএনপি জামাত জোট এর সন্ত্রাস,নৈরাজ্য,অগ্নি-সংযোগ,লুটপাট ও জঙ্গীদের বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সন্ত্রাস রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি জামাত জোট এর সন্ত্রাস,নৈরাজ্য,অগ্নি- সংযোগ,লুটপাট ও জঙ্গীদের বিরুদ্ধে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজদিখানে এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। কর্মসূচির আওতায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যেগে, উপজেলায় ১৪টি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে সকালে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা সিরাজদিখানের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে উপজেলা মোড় ও ঢাকা মাওয়া হাইওয়য়ে এক্সপ্রেসওয়ে নিমতলা বাসস্ট্যান্ডের সামনে সামনে আসতে থাকে। সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,তাঁতীলীগ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। বেলা ১০টার দিকে উপজেলা মোড় লোকে লোকারণ্য হয়ে যায় ।
সিরাজদিখান উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর নিমতলায় শান্তি সমাবেশ করেন সিরাজদিখান উপজেলা আওয়ামীরীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। এ সময় তিনি আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশের সচেতন মানুষকে বিএনপি জামাত জোট এর সন্ত্রাস,নৈরাজ্য,অগ্নি-সংযোগ,লুটপাট ও জঙ্গীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে তা প্রতিহত করার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য হেলেনা ইয়াসমিন,মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ শ্রমবিষয়ক সম্পাদক সামসুল হক,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইকবাল হোসেন সুরুজ,মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ,কেয়াইন ইউনিযন পরিষদ চেযারম্যান মোঃ আশ্রাফ আলী,রশুনিযা কইউনিয়ন পরিষদ চেযারম্যান এডভোকেট আবু সাঈদ,সুবীর চক্রবর্তী,মোঃ শহিদ ঢালী, তপন রাজবংশী, মনোয়ার হোসেন মনু কামাল হোসেন লাল,,মোঃ শেখ রাসেল প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত