সিরাজদিখানে আইএফআইসি ব্যাংক বালুচর বাজার উপশাখার শুভ উদ্বোধন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ১৬:২৬ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৪
সেবায় সাফল্যে আস্থায় আইএফআইসি ব্যাংক লিমিটেড সব ব্যাংকিং সেবা এখন আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর বাজার উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ নভেম্বর দুপুর ১২টায় উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার মেইন রোড মোল্লা মার্কেটের দ্বিতীয় তলায় বালুচর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আইসিটি অফিসার মো: নজরুল ইসলাম আইএফআইসি ব্যাংক লিমিটেড বালুচর বাজার উপশাখার শুভ উদ্বোধন করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাসমহল বালুচর চৌরাস্তা বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন।
বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন এর সভাপতিত্বে আইএফআইসি ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ ম্যানেজার এস এম সাকির ইমরান এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেড কাস্টমার সার্ভিস ম্যানেজার সুমাইয়া পারভিন,বালুচর বাজার ঔষধ ব্যবসায়ী আমজাদ হোসেন, সাংবাদিক , জনপ্রতিনিধি, বালুচর বাজার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত