সিরাজদিখানে  অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, আটক ২ ডাকাত

  লতা মন্ডল-সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:৩০ |  আপডেট  : ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মুখোশ পড়ে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬  ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুট করে। 

বৃহস্পতিবার  দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামে প্রেমানন্দ মন্ডলের  বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি করে যাওয়ার সময়  এলাকাবাসী ইমরান বেপারী(২৪) নামে এক  ডাকাতকে  ধরে ফেলে। ইমরান বেপারী বরগুনার সদর থানার জাকিরচর গ্রামের হাশেম বেপারীর ছেলে। অজ্ঞাতনামা অপর ডাকাতকে আজ শুক্রবার বেলা ১১টার  দিকে খারখোলা বিল(চক) থেকে  এলাকাবাসী আটক করে উত্তম মাধ্যম দিয়েছে, বর্তমানে সিরাজদিখানের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে  চিকিৎসাধীন আছে। 

ডাকাতির কবলে পড়া প্রেমানন্দ মন্ডলের ছেলে  পঙ্কজ মন্ডল জানান,  রাত  ৩টার দিকে ৮/১০ জন মুখোশধারী একটি ডাকাত দল আমাদের বিল্ডিং এর জানালার লোহার গ্রিল কেটে   ভিতরে প্রবেশ করে । রুমে আমি বাবা-মা এবং আমার বৌদি ছিলাম।  এ সময় ডাকাতরা  আমাকে মারধর করে  আমাদের চারজনের হাত-পা বেঁধে একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রাখে। পুরো ঘর তল্লাশি চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে ১৬ ভরি স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে এক ডাকাতকে আটক করে ফেলে। শেখর নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি) মো.তাজুল ইসলাম  ঘটনার সত্যতা  স্বীকার করে বলেন,  ডাকাতি করে যাওয়ার সময় একজন আর গতকাল ১১টার দিকে এক ডাকাতকে এলাকাবাসী আটক করেছে । এ ঘটনায় মামলর প্রস্তুতি চলছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত