সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১০:৩৫ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২২:২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক উপজেলার শক্তিপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসিফ হোসেন (২৫), অটোরিকশার যাত্রী উপজেলার দ্বারিয়াপুর গ্রামের আজগর আলীর ছেলে সাকিব হাসান (২২) এবং একই গ্রামের আজাদ হোসেনর ছেলে রাশিদুল (২৪)।
পুলিশ জানায়,শুক্রবার ভোরে বাঘাবাড়ি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে পথে যাত্রী তুলে শাহজাদপুরের দিকে আসছিল অটোরিকশাটি। দ্বারিয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান চালক ও দুই যাত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তিনটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পলাতক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত