সিঙ্গার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২১, ১০:২৭ |  আপডেট  : ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪১

দেশের প্রায় সব কণ্ঠশিল্পীর কণ্ঠস্বর হিসেবে গেলো বছর গঠিত হলো সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবার চূড়ান্ত হলো সেই সংগঠনের নেতৃত্ব। এর সভাপতি হলেন রবীন্দ্রসংগীত শিল্পী ও সংগঠক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাধারণ সম্পাদক হলেন আধুনিক বাংলা গানের পুরোধা কুমার বিশ্বজিৎ।

১৫ জুন সংগঠনটির চতুর্থ সাধারণ সভায় এ কমিটি চূড়ান্ত করা হয়। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন প্রজন্মের ৫০ জন সংগীতশিল্পী অংশ নেন।

সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম ২০২১-২০২৩ সালের জন্য দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নাম প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন পায়।

নতুন কমিটিতে সহ-সভাপতি তপন চৌধুরী ও সামিনা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাসান আবিদুর রেজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক জয় শাহরিয়ার, অর্থ সম্পাদক চন্দন সিনহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোমনুর মনির কোনাল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কিশোর দাস, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাব্বির জামান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইদুল ইসলাম খান শুভ, দফতর সম্পাদক ইউসুফ আহমেদ খান মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্যবৃন্দ হলেন রবি চৌধুরী, আঁখি আলমগীর, অনিমা রায়, আলিফ আলাউদ্দিন, লাবিক কামাল গৌরব, ইলিয়াস হোসেইন, সমরজিৎ রায়, পিন্টু ঘোষ, সন্দীপন দাস, সাজিয়া সুলতানা পুতুল ও সাহস মোস্তাফিজ।

এর পাশাপাশি ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়। এই কমিটিতে আছেন ফেরদৌসী রহমান, সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুরশীদ আলম, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, রথীন্দ্রনাথ রায়, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, কিরণ চন্দ্র রায় ও শাফিন আহমেদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত