সারাদেশে যথাযোগ্য মর্যাদার সাথে মে দিবস উদযাপনের আহ্বান
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১২:৪৬ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২১:৪৭
আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চল জেলা ও থানায় যথাযোগ্য মর্যাদার সাথে মে দিবস উদযাপন করবে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ অটোমেটিক ও চাতাল চাল কল শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ লোড—আনলোড শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ কনস্ট্রাকশন এন্ড ফার্ণিচার শ্রমিক—কর্মচারী ফেডারেশন। তীব্র দাবদাহ উপেক্ষা করে তাদের দাবী সমূহ আদায়ের স্বতঃস্ফূর্তভাবে ও ঐক্যবদ্ধভাবে উদযাপন করবে।
আজ ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অটোমেটিক ও চাতাল চাল কল শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ লোড—আনলোড শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ কনস্ট্রাকশন এন্ড ফার্ণিচার শ্রমিক—কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু।
ইতিমধ্যে মে দিবস উপলক্ষে সারাদেশে সংগঠন চারটির পক্ষ থেকে তাদের দাবি—দাওয়া সম্বলিত পোস্টার, ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে। দাবিগুলো হচ্ছে—
* শ্রমিক হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ৩ শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামরা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
* চাকুরিচ্যুতি দমন নির্যাতন বন্ধ করে শ্রমিক স্বার্থে শ্রম আইন সংশোধন করা।
* পোষাক শিল্পে সকল শ্রমিককে নাম মাত্র মূল্যে রেশন ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।
* শ্রমিকদের ৫% শেয়ার দিতে হবে।
* আইএলও কনভেনশন পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।
* শ্রমিকদের সাংসারিক ব্যয় বৃদ্ধির কারনে শতভাগ মহার্ঘ ভাতা দিতে হবে। কর্মক্ষেত্রে শোভন পরিবেশ বজায় রাখতে হবে।
* অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে অর্থ পাচার বন্ধ কর।
* শিফটিং পদ্ধতিতে কর্ম সময় ৬ ঘন্টা করে শ্রমিক সংখ্যা কমানো বন্ধ করে কর্মসংস্থান ঠিক রেখে বেকারত্ব বোধ কর।
* ক্রেতাদেশকে পোষাক শিল্পে সুপার জিএসপি সুবিধা দিতে হবে।
* সকল বন্ধ শিল্প কারখানা খুলে দিতে হবে এবং বেকার যুবকদের চাকুরীর সুযোগ সৃষ্টি কর।
* দেশি—বিদেশী ষড়যন্ত্রকারীদের হাত থেকে শিল্প কারখানা রক্ষা করা।
* অটো ও চাতাল চাল কল শ্রমিক কর্মচারী এবং লোড—আনলোড শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে সংগ্রাম আন্দোলন গড়ে তুলুন ।
* শ্রমিক কর্মচারীদের ৮ ঘন্টার অধিক কাজ করলে শ্রম আইন অনুযায়ী ওভারটাইম হিসেবে মজুরী প্রদান বাস্তবায়ন কর ।
* ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা দিতে হবে ।
* লোড—আনলোড (কুলি—মজুর) কৃষক শ্রমিক সহ সকল শ্রমিকের কাজের উপর ৫/—টাকা বৃদ্ধি করতে হবে।
* সাপ্তাহিক ও সরকারী ছুটি শ্রম আইন অনুযায়ী কার্যকর করতে হবে।
* কর্তব্য অবস্থায় কোন শ্রমিক কর্মচারী দুর্ঘটনার স্বীকার হলে চিকিৎসার সকল খরচ মালিককে বহন করতে হবে এবং পরিবারের ব্যয়ভার বহন করতে হবে।
* মাতৃত্বকালীন ভাতা ও উৎসব ভাতা শ্রম আইন মোতাবেক বাস্তবায়ন করতে হবে ।
* কর্মক্ষেত্রে শোভন পরিবেশ ও থাকা—খাওয়ার সু—ব্যবস্থা করতে হবে।
* নারী—পুরুষের বেতন বৈষম্য দূর করতে হবে।
* অবাধ ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে এবং শ্রমিকদের উপর বেআইনিভাবে কোন মামলা—হামলা বন্ধ করতে হবে।
* সকল শ্রমিককে মৌলিক মানবাধিকার পুরোপুরি দিতে হবে।
* নাম মাত্র মূল্যে সকল শ্রমিক কর্মচারীকে পারিবারিক রেশন ও স্থায়ী আবাসনের ব্যবস্থা সরকারকে দিতে হবে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত