সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশে থাকতে পারবে না : র‍্যাবের ডিজি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১৬:২১ |  আপডেট  : ১৬ জুন ২০২৪, ০৬:৫১

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা এদেশে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তাদের চিহ্নিত করা হয়েছে। কাউকে ছাড়া দেওয়া হবে। অপরাধী যত শক্তিশালী হউক না কেন ছাড় দেওয়া হবে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‍্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হবিগঞ্জে র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ স্থাপনের ফলে অপরাধীদের অভয়ারণ্য আর থাকবে না।’

এটা জাতির জনকের জন্মশতবার্ষিকীর উপহার বলেও তিনি মন্তব‌্য করেন।

এ সময় র‌্যাব-৯ -এর অধিনায়ক আবু মুছা মো. শরীফুল ইসলাম, পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), জেলা প্রশাসক ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত