সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শ্রীনগর প্রেসক্লাবের মানববন্ধন
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১১:২৮ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০০:১৭
একাত্তর টেলিভিশনের জামাল পুর জেলার বকসীগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে শ্রীনগর প্রেসক্লাবের সাংবাদিকেরা মানববন্ধন করেছে । ১৭ জুন শনিবার সকাল সাড়ে ১১ টায় শ্রীনগর ছনবাড়ী সড়কের পাশে অবস্থিত প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহ -সভাপতি আরিফ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাবেক সভাপতি মোঃ আওলাদ হোসেন, সিনিয়র সহসভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক এম আর রয়েল।
বক্তারা গোলাম রাব্বানি নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছন। দোষীদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সংশ্লিষ্ট প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়েছে । অন্নান্য
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি শাহজাহান খান, একাত্তর টেলিভিশনের শ্রীনগর সংবাদ দাতা ও সাংগঠনিক সম্পাদক শাহালম ইসলাম নিতুল, আমনুল ইসলাম মাসুম , উজ্জ্বল দত্ত , আরিফুল ইসলাম শ্যামল, অমিত খান , মনির হোসেন , আজিজুল ইসলাম রনি, নাজমুল হোসেন সুজন, সাইফুল ইসলাম শিপু ও নাহিদ হাসান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং সামাজিক , সাংস্কৃতিক রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত