সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:৪০ | আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৭:১৭

ঢাকার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড ও আনোয়ার হোসেন কে মারপিট করে গুরুত্বর আহত করা সহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, হুমকি, হয়রানি মূলক মামলা এবং হত্যাকান্ডে জড়িত দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে কাউনিয়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
কাউনিয়া বাসস্ট্যান্ড মোড় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তব্য রাখেন কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশে^রুল ইসলাম রাজু, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সাওয়ার আলম মুকুল, সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ, সহসাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবীব তুষার, দপ্তর সম্পাদক সজিব উদ্দিন, সদস্য আব্দুল্লাহ আনন্দ, মোঃ মাহাবুব ইসলাম, জাকিরুল ইসলাম মিম, আনোয়ার হোসেন প্রমূখ। বক্তরা তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাথে সাগর-রুনি হত্যার বিচার সহ সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত