থানায় জিডি

সাংবাদিককে হুমকি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২২, ১৩:৪০ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ২১:৩৪

অনলাইন নিউজ পোর্টাল গ্রামনগর বার্তার উপদেষ্টা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিষ্ট ও টিভি আলোচক মহিউদ্দিন খান মোহনকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে। গত ২৯ মে সন্ধ্যা ৭.২৩ মিনিটে এ হুমকি দেওয়া হয়। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান নিজের পরিচয় দিয়ে এই হুমকি দেন। তিনি ওইদিন গ্রামনগর বার্তায় প্রকাশিত ‘শ্রীনগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২’ শিরোনামে প্রকাশিত খবরের জন্য মহিউদ্দিন খান মোহনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হাত-পা ভেঙে খালে ফেলে দেওয়ার হুমকি দেন। মহিউদ্দিন খান মোহন এ ব্যাপারে ২৯ মে রাতে রাজধানীর রামপুরা থানায় জিডি করেছেন। যার নম্বর-১৪০৮, তারিখ ২৯ মে ২০২২। 

উল্লেখ্য, গ্রামনগর বার্তায় ওই সংবাদটি প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিবেদক হাফিজুল ইসলাম খানের সঙ্গে কথা বলে তার বক্তব্য নিয়েছিল; যা ওই সংবাদে উল্লেখ করা হয়েছে।

হাফিজুল ইসলাম খানের বক্তব্য :

আমার নাম ব্যবহার করে আমার শ্রদ্ধেয় বড় ভাই মহিউদ্দিন খান মোহন ভাইকে কেউ ফোনে হুমকি বা অশ্লীল বকা দিয়ে থাকলে আমি দায়ী নই। 

কার নাম্বার থেকে কে কল করেছিল তা অনায়াসেই আজকাল বের করা সম্ভব। 

তিনি আমার আত্মীয়। একটু দুরত্ব ছিল যা গত সপ্তাহে মেটে গিয়েছে। 
৩য় কোন পক্ষ সেই সুযোগটি ব্যবহার করতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত