সরকার  সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১৯:২০ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ০১:২১

হিন্দু সম্প্রদায়ের  সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ,বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃনাল কান্তি দাস  বলেছেন, সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বিএনপি আমলে বেশ কয়েক ধাপে অনেক হিন্দু এদেশ থেকে চলে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সব ধর্মের মানুষ নির্বিঘে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে দুর্গোৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করে যাচ্ছে। 

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  শনিবার বিকাল সাড়ে ৫টায় সিরাজদিখান কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর কালী বাড়ি ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অস্বচ্ছল নারীদের মাঝে নতুন বস্ত্র ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, করোনা সহনীয় পর্যায়ে আসলেও মাস্ক পরিধানসহ সরকারের নিদের্শনাগুলো মেনে উৎসব পালন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। 

সিরাজদিখান পুজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সিরাজদিখান থানার সাধারণ সম্পাদক তপন রাজবংশী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,অনুষ্ঠানে স্বপন কুমার মোদক, জয়হরি মল্লিক,মোঃ আশ্রাফ আলী, এস এম সোহরাব হোসেন, সুবীর চক্রবর্তী, আল মাহমুদ বাবু,অধির দত্ত, তাইজুল ইসলাম পিন্টু, জয়ন্ত ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে ১০৮টি পূজা মন্ডপে প্রায় সাড়ে তিনশত অস্বচ্ছল নারীর মাঝে নতুন বস্ত্র ও নগদ টাকা বিতরণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত