সরকার কোনো সংঘর্ষ চাই না, গণমাধ্যমের সঙ্গে একটা সুসম্পর্ক চায়: সেতুমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২১, ১৬:৫৬ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ০৯:২৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার। বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক এটা আমিও চাই না। কোনো সংঘর্ষ চাই না, একটা সুসম্পর্ক থাকুক। এটা সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্য সুখকর।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে জানতে চাইলে কাদের বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্রশিল্প নিয়ে, কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রোলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা জানিয়েছেন।

ওই সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা। ‘সমস্যাগুলো তারা বলেছেন। আমি সমাধানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। দাবি-দাওয়াগুলো নেত্রীকে জানাব।

মামলা প্রত্যাহারের করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় তারা বলেছেন। আলাপ করতে হবে। সাংবাদিক নেতাদের দাবি-দাওয়া সমাধানযোগ্য মনে করছেন কি না জানতে চাওয়া হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতাকে।

তিনি বলেন, দেখুন আমি তো এভাবে মন্তব্য করতে পারি না। এখানে সরকারের ব্যাপার আছে। মামলাটা আদালতে গেছে। আইনমন্ত্রীর সঙ্গে আলাপ করতে হবে। সার্বিক বিবেচনা করার পর সবার সঙ্গে আলাপ করার পর বলতে পারব।

সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সাংবাদিকদের বলেন, এ ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানি বা হেফাজতিপন্থীরা যাতে কোনও সুযোগ নিতে না পারে। আর বিএনপি নামক দলটি সবক্ষেত্রেই ব্যর্থ হয়ে এখন রোজিনা ইস্যুতে ভর করে ফায়দা লুটবার অপচেষ্টা করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোজিনাকে রিমান্ডে নেওয়া উচিত নয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। অন্যদিকে আদালত যথাযথ সিদ্ধান্তই নিয়েছে, তার জামিনে সরকার পক্ষ কোনও বিরোধিতা করেনি। যারা এদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বারবার আঘাত করেছে এবং রাষ্ট্রবিরোধী মামলাও করেছে, তারাই এখন রোজিনা ইস্যুকে কেন্দ্র করে মায়াকান্না করছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার, দাবি করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সরকার এমন কোনও কিছু করবে না, যা সাংবাদিকদের বিরুদ্ধে যায়।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ফরিদা ইয়াসমীন, সাজ্জাদ আলম খান তপু, আবদুল মজিদ, রেজোয়ানুল হক রাজা, মশিউর রহমান খান, শাকিল আহমদ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত