সমস্যা যদি হয় বৈশাখী মঙ্গলে

  লুৎফর রহমান রিটন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১২:০৫ |  আপডেট  : ২৬ মার্চ ২০২৪, ২২:০৭

 

সমস্যা যদি হয় বৈশাখী মঙ্গলে
তুমি চলে যতেে পারো প্রয়ি কোনো জঙ্গলে।

তুমি চলে যতেে পারো দূর মরু সাহারায়
বাঙালি রইলো তার সংস্কৃতি পাহারায়।

সংস্কৃতসিনে তুমি মিশিও না র্ধম
মেশাতে চাইলে সেটা হবে অপর্কম। 

ধর্ম ও সংস্কৃতি চিরকালই ভিন্ন
সভ্যতা-ইতিহাসে তারই দ্যুতি-চিহ্ন।

(না মানুক অন্ধরা না জানুক উকিলে
বসন্ত আসিবেই ডাকিবেই কোকিলে...) 
   
বাংলা ও বাঙালির আনন্দ হর্ষ 
বৈশাখ সমাগত শুভ নবর্বষ...

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত