‘সফল হওয়ার পর তোমার মতো তুফানি পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১৬:০৭ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১১

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান তার ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন গত ২৮ মে। ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পায় তার প্রথম অভিনীত সিনেমা ‘অনন্ত ভালোবাসা’। সিনেমাটিতে খলনায়ক হিসেবে তার সহশিল্পী ছিলেন প্রয়াত অভিনেতা রাজীব ও বর্তমান সময়ের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর।

শাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় আড়াই শ’ সিনেমায় অভিনয় করেছেন। আর তার অভিনীত প্রায় সব সিনেমাতেই সহশিল্পী ছিলেন মিশা সওদাগর। ঢালিউড সুপারস্টার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘তুফান’-এও সহশিল্পী এই মিশা। দুই তারকার একসঙ্গে অভিনীত সিনেমার সংখ্যা প্রায় দুই শ’।

বুধবার (২৯ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে ক্যারিয়ারের ২৫ বছরের সফলতার অর্জনকে সামনে রেখে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেছেন খলনায়ক মিশা। এদিন এক পোস্টে এ খল তারকা লিখেছেন, ‘তোমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত শেষ শুটিং করা সিনেমার সঙ্গে আমি জড়িত। আমার তিন যুগের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, সাকসেসের জন্য সবাই কঠোর পরিশ্রম করে। কিন্তু সাকসেস পাওয়ার পর তোমার মতো তুফানি পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি।’

শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের এই সফলতাকে এগিয়ে নেয়ার জন্য অগ্রীম শুভেচ্ছাও জানিয়েছেন মিশা সওদাগর। এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘২৫ পেরিয়ে ২৬-এর সফল অগ্রিম শুভেচ্ছা। সুস্থ থাকো, চলচ্চিত্রকে এমন করেই ভালোবাসো।’

এদিকে এ খলনায়ক দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের এই পথচলা মোটেও সহজ ছিল না। আমার তিন যুগের ক্যারিয়ারে তার অধিকাংশ সিনেমায় সহশিল্পী হিসেবে আমিই কাজ করেছি। তার পরিশ্রম দেখেছি। শাকিবের লক্ষ্য কখনো মিস হয়নি।

মিশা সওদাগরের ভাষ্যমতে―অন্য কেউ তার হাতে তুলে দেয়নি এই সফলতা। এটা সে নিজেই অর্জন করেছে। আমরা অনেক সময় দেখি, মানুষ একের পর এক সফলতা পাওয়ার পর একপর্যায়ে পথ হারিয়ে ফেলে। কিন্তু শাকিবের ক্ষেত্রে আমরা ভিন্ন চিত্র দেখলাম। সে একের পর এক সফলতার সিঁড়ি ভেঙেছে, পরবর্তীতে আরও বেশি পরিশ্রম করেছে। তাকে কখনো সফলতা থামিয়ে দেয়নি, বরং আরও বেগবান করেছে। ফলে সে কখনো পথ হারায়নি। আর একেই বলে নায়ক, একেই বলে শাকিব খান।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত