সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ১০:৩০ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই আমন্ত্রণ জানান। এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর ছেলে জয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন সজীব ওয়াজেদ জয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত