সচিবালয়মুখী সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের মিছিলে লাঠিপেটা, জলকামান

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০ | আপডেট : ১ এপ্রিল ২০২৫, ১২:৩২

হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের ওপর ফের জলকামান দিয়ে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ।
এ সময় পুরুষ প্রার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে পুরুষ প্রার্থীরা সেখান থেকে সরে গেলেও রাস্তায় বসে বিক্ষোভ করছেন নারী প্রার্থীরা। নারী আন্দোলনকারীদের সেখানে অবস্থান দিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে সচিবালয়মুখী সড়কে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টায় শাহবাগের জাতীয় জাদুঘর মোড়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সেখানে তাদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়। বিকেল ৩টার দিকে তারা শাহবাগ থেকে পদযাত্রা শুরু করেন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত