নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে জরিমানা

প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১৯:০৭ | আপডেট : ৩ এপ্রিল ২০২৫, ১৬:১৪

বগুড়ার নন্দীগ্রামে দুইটি দই-মিষ্টির দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দোকান মালিকের জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার (২ এপ্রিল) নন্দীগ্রাম পৌর এলাকার বাসস্ট্যান্ড বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সেসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরব আলী হোটেল এন্ড রেস্টুরেন্টে ৩ হাজার টাকা ও বাংলা দই ঘরে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত