মিয়ানমারে ভূমিকম্পে বিপর্যস্ত জনজীবন, প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭১৯-এ পৌঁছেছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১০:২২ |  আপডেট  : ৩ এপ্রিল ২০২৫, ১১:২৩

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বাড়ছে।  শুক্রবারের (২৯ মার্চ) ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৯-এ পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। আহত হয়েছেন আরও ৪ হাজার ৫২১ জন, নিখোঁজ রয়েছেন অন্তত ৪৪১ জন। খবর রয়টার্সের।

দেশটির সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং মঙ্গলবার (১ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালয় ও সাগাইং অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের পর মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকট চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) জানিয়েছে, মান্দালয়সহ বিধ্বস্ত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, পানি ও ওষুধ সহায়তা প্রয়োজন।

জাতিসংঘের একজন কর্মকর্তা জানিয়েছেন, মান্দালয়ের একটি প্রাক্-প্রাথমিক বিদ্যালয় ধসে অন্তত ৫০ শিশু ও ২ জন শিক্ষক প্রাণ হারিয়েছেন। বহু হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো বিধ্বস্ত হওয়ায় চিকিৎসা ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে ভূমিকম্পে নিহতদের স্মরণে মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পে নিহতদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে জান্তা সরকার। বাংলাদেশ, চীন ও থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে মানবিক সহায়তা পাঠিয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার ও আশ্রয় সামগ্রী নিয়ে মিয়ানমারে পৌঁছেছে। সেনাবাহিনী ও বিমান বাহিনীর যৌথ অভিযানে ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা দ্রুত সহায়তার জন্য এগিয়ে না এলে মিয়ানমারে মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত