শ্রীনগর ষোলঘরে ৪৮৮জন পেল টিসিবির পণ্য
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১৪:২৭ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৫
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন এ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)এর পণ্য পেল ৪৮৮ জন ভুক্তভোগী। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় ট্রাকসেল কার্যক্রমের আওতায় এ পণ্য দেয়া হয়।
বুধবার (২৩মার্চ)সকাল সাড়ে ১০টার সময় ষোলঘর ইউনিয়ন পরিষদ হতে ৪৬০ টাকায় ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার করে ভোজ্য তেল ক্রয় করেন টিসিবি’র কার্ডধারী ক্রেতারা।ইসমাঈল এন্টারপ্রাইজ (ডিলার)হাসাড়া,শ্রীনগর এর মাধ্যমে এসকল পণ্য দেওয়া হয়।
ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগ উপদেষ্টা মোঃআজিজুল ইসলামের সার্বিক ব্যাবস্থাপনায় ও উপজেলা নির্বাহী অফিসার প্রনব কুমার ঘোষ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,উপজেলা সহকারি শিক্ষা অফিসার তানিয়া খাতুন,বাবু স্বপন রয়।অনান্যদের মাঝে আরো উপস্থিতি ছিলেন,ইউপি সচিব হরি নারায়ণ মন্ডল সহ ষোলঘর ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত