শ্রীনগর শ্যামসিদ্ধি ইউনিয়নে শফিউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৯:০৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ২২:১৭
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নে বাগবাড়ি যুব সমাজ আয়োজিত"খেলাধুলায় বারে বল,মাদক ছেড়ে মাঠে চল"এই প্রতিপাদ্যে শফিউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ ই মার্চ)বিকাল তিনটার সময় শ্যামসিদ্ধি ইউনিয়নের বাগবাড়ি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শ্যামসিদ্ধি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজির হোসেন শফিউদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুনামেন্টে শ্যামসিদ্ধি ইউনিয়নের আট টি দল অংশগ্রহন করেন।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সেলামতি ইয়াং স্টার বনাম উত্তর সেলামতি।
এ-সময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম সজল, নাহিদ শেখ,আবিদ হাসান,মারুফ শেখ,মোঃ জুয়েল,আরিফ, মোঃ সোহেল,আমিন শেখ,মোঃ আকাশ, আল আমিন, হিমেল,অপি,নাজমুল, সৈকত, এমরান দেওয়ান,মোঃরায়হান,মিন্জু, আরমান মোল্লা, শেখ মিঠুন,ও ইলিয়াস মাষ্টার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত