শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মোনাজাত

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৭:৪১ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০০

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বি এন পি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উক্ত মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আজিজুল বারী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন । দলীয় লোকজনের পাশাপাশি শত শত মুসল্লী একরাম গন দোয়ায় শরীক হয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু লাভের জন্য আল্লাহর দরবারে দু, হাত তুলে ফরিয়াদ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন , সদর ইউ পি চেয়ারম্যান ও জেলা কমিটির সদস্য তাজুল ইসলাম , বি এন পি নেতা ইদ্রীস আলী , রিদয় মোড়ল ও রিজু সহ দলীয় নেতা কর্মী এবং সমর্থক বৃন্দ। দোয়া শেষে মুসল্লী একরাম গনের মাঝে তোবারক বিতরন এবং অসহায় গরীব লোক জনকে তোবারক বিতরন সহ আর্থিক সহায়তা দান করেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত