শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদ গঠিত
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১৩:১৬ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০২:০৩
গত শুক্রবার শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির নব গঠিত কার্যকরী পরিষদের সভা মো.মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করে নতুন উপদেষ্টা পরিষদ আলাপ আলোচনার মাধ্যমে গঠন করা হয়। যারা সমিতির কার্যক্রম পরিচালনায় কোন ভূমিকা রাখেন না ও পৃষ্ঠপোষকতা করেন না, নিস্কৃয়তা পালন করেন তাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন উপদেষ্টা পরিষদের সদস্য আলী আহমদ,খোরশেদ আলম চৌধুরী,মো. জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় সমিতি পরিচালিত অক্সিজেন ব্যাংকের কো-অর্ডিনেটর, ডাক্তার ও ভলান্টিয়ারদের অবদানের স্বীকৃতিস্বরুপ সমিতির মনোগ্রামযুক্ত প্রশংসাপত্র প্রদানের প্রস্তাব গুরুত্বের সাথে গ্রহন করা হয়। এছাড়া তিনজন নির্বাহী সদস্যদের শপথ করান প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন।
সভায় এলাকার জনস্বাস্থ্য - পরিবেশ সচেতনতা, জলাশয়, পুকুর,খাল ভরাট না করার বিষয়ে মানব বন্ধন ও লিফলেট বিতরনের সিদ্বান্ত গ্রহন করা হয়। এছাড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একুশ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত