শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে ওমিক্রণ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি পালন
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩১
রবিবার সকাল ১০টায় শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে বীরতারা ইউনিয়নে মজিদপুর দয়হাটায় মানুষজনকে সচেতন করতে মাইকিং করা হয়। মাক্স বিহীন পথচারী, রিক্সা, অটোরিকশার যাত্রী, কাঁচামাল ও মুদিদোকানীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা মাক্স বিতরণ করে সংগঠনের সদস্যরা।
বীরতারা ইউনিয়ন এলাকায় আজ শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত ওমিক্রন প্রতিরোধে মজিদপুর দয়হাটা অবকাশ ক্লাবে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান, নির্বাহী সদস্য মুহম্মদ জাহাঙ্গীর খান, মোঃ শাহে আলম,উপদেষ্টা এসএমএ খালেক, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম নান্নু হাজী ও আবদুল লতিফ মিয়া। আলোচনা সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ্ কামাল জিল্লু, সদস্য মোঃ আল আমিন, মোঃ রমজান হোসেন, শহিদুল ইসলাম খোকন ও মোঃ জাহাঙ্গীর আলম শেখ।
প্রচার কার্যক্রমে অংশ গ্রহণ করেন আবু জাফর জিয়া,এস এম এনায়েত হোসেন সহ মজিদপুর দয়হাটা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত