শ্রীনগরে বীরতারায় রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন  

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২ মে ২০২১, ০৯:১১ |  আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ১০:২৩

শ্রীনগরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ-১আসনের এমপি মাহী বি চৌধুরী আমেরিকা থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাস্তাটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন। 

শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাসস্ট্যান্ডে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাজিউল্লাহ, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিম হোসেন খান, শ্রীনগর উপজেলা বিকল্পধারার আহবায়ক এমএ হাকিম, সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, যুগ্ন-আহবায়ক জিল্লুর রহমান, মো. আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক মো. সাব্বির শেখ, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, সিদ্দিকুর রহমান লস্কর, যুবলীগ নেতা এ্যাডভোকেট দ্বীন ইসলাম, সঞ্জয় গো¯^ামী প্রমুখ।
জানা যায়, বীরতারা এলাকার সাতগাঁও থেকে নিমতলী হয়ে চারিগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ৭০০ মিটার দীর্ঘ ও প্রায় ১১ ফুট প্রস্থ রাস্তাটির চুক্তি মুল্য ধরা হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা। কাজটি সম্পাদন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান চোকদার ট্রেডার্স। দীর্ঘদিন ধরে ভাঙ্গা চুরা এই রাস্তাটির কারণে ওই এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত