শ্রীনগরে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করে উধাও হিসাব রক্ষক

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১০:০৫ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৪২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের হিসরব রক্ষক মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিদ্যালয় ফান্ড ও শিক্ষক ফান্ডের টাকা আত্মসাৎ করে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন গত বুধবার শ্রীনগর থানায় একটি সাধারণ ডাইরি করেছে।

যানাযায়, গত ২০ ডিসেম্বর সোমবার দিব্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার সরকার ও সামিমা ইসলাম বিদ্যালয়ের বাতসরিক হিসাব অডিট করে। অডিটে দেখাযায় বিদ্যালয় ফান্ডের প্রায় ২লক্ষ ৪১হাজার টাকা এবং শিক্ষক ফান্ডের ১৫হাজার টাকার হিসেবে গরমিল। বিদ্যালয়ের শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের প্রায় ৬০হাজার টাকা কেটে রাখলেও সেটি তাদের ব্যাংকে জমা দেয়নি।

সহকারী শিক্ষক বিপ্লব কুমার সরকার ও সামিমা ইসলাম জানায়, আমরা প্রতি ৩ মাস পর পর বিদ্যালয়ের হিসাব অডিট করি তবে আমরা শেষ অডিট করেছিলাম এপ্রিল মাসে সেখানে জানুয়ারি থেকে মার্চ মাসে হিসাব অডিট করা হয়। তখন পর্যন্ত বিদ্যালয়ের হিসাব ঠিক ছিল। তবে আমরা গত ২০ ডিসেম্বর অডিট করতে গেলে সেখানে তার টাকা আত্মসাতের বিষয়টি ধরা পরে। তখন আমরা বিষটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেন বলেন, আমি বিষয়টি জানতে পেরে হিসাব রক্ষক শাহাদতের কাছে জানতে চাইলে প্রথমে সে মিথ্যার আশ্রয় নিলেও পরে সে সব শিকার করে এবং বিদ্যালয়ে টাকা ৭ দিনের মধ্যে ফিরিয়ে দিবে বলে। পরে সে গত ২২ ডিসেম্বর থেকে সে বিদ্যালয়ে আশা বন্ধ করে দেয়। আমি ২৫ ও ২৬ ডিসেম্বর তার ফোনে একাধিক বার কল দিলেও তার ফোন বন্ধ পাই। পরে আমি তার এলাকায় গিয়ে খোজ নিয়ে দেখি সে এলাকাতেও অনেক মানুষের থেকে অনেক টাকা ঋণ নিয়ে এবং বিভিন্ন ব্যাংক এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পরে তার কোন খোজ না পেয়ে আমি শ্রীনগর থানায় একটি জিডি করে এসছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী বলেন, বিষয়টি এতো দিন আমাকে কেও জানায়নি আজ প্রধান শিক্ষক এসেছে জানাতে। আমি বিষয়টি যেনে প্রধাণ শিক্ষককে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য বলব। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বিদ্যালয়ের হিসাব না বুঝিয়ে দিয়ে হিসার রক্ষক গর হাজির মর্মে সাধারণ ডাইরি হয়েয়ে। এবিয়ে আমরা তদন্ত করছি সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে টাকা আত্মসাতের বিসয়ে আমরা আবগত নই। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত