শ্রীনগরে বাড়িঘড়ে হামলা, লুটপাট ভাংচুর আহত-২

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১৪:১৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুরসহ মা-ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে। গত ৮ আগস্ট দুপুর ১টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কামারগাঁও পাকা ব্রীজ দারোগাবাড়ী এলাকার দেলোয়ার খানের বাড়িতে এ হামলা হয়। 

এ সময় ৩টি ঘরের বেড়া ও ঘরে থাকা আসবাবপত্র ভাংচুরসহ ৩ ভরি স্বর্ণ এবং নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ দেলোয়ার খানের। দেলোয়ার খান বলেন, আমার ছেলে শিমুল খানসহ একই এলাকার সর্দার আলামিন, আরমান, ছালাম, সিফাত, রবিন গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্য বাড়ী থেকে বের হয়ে শ্রীনগর বাইপাস এলাকায় গেলে পুলিশ তাদের বাধা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। এই শত্রুতার জের ধরে দক্ষিন কামারগাঁও এলাকার বারেকের ছেলে যুবলীগ নেতা সাদ্দাম,তার ভাই ফরহাদ,পূর্ব বাঘড়া এলাকার ওয়ার্ড আঃলীগ নেতা সোহরবাব মোল্লা, ছেলে আকাশ মোল্লা,সজিব মোল্লা, ভাতিজা রাকিব মোল্লাসহ ১৫-২০জনের সংঘবদ্ধ দলটি চাইনিজ কুড়াল,চাপাটি,রামদা,হকিষ্টিক লোহার রড নিয়ে আমার ও মেয়ে লিমা আক্তারের বাড়িতে হামলা  চালায়। আমার স্ত্রী ও ছেলে হামলাকারীদের বাধা দিলে যুবলীগ নেতা সাদ্দাম শিমুলকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। মা ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও লোহার রড দিয়ে বেধম পিটিয়ে আহত করে পরণের কাপড় ছিড়ে ফেলে। এসময় বাড়ি-ঘরে এলোপাথারী কুপিয়ে ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরের থাকা স্বর্ণ ও নগদ অর্থ লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আহত মা-ছেলেকেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করি। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট থানার কার্যক্রম না থাকার কারণে তিনি হামলার এ ঘটনায় অভিযোগ দায়ের করতে পারেন নি। তিনি শ্রীনগর থানায় চার্জে থাকা সেনা সার্জেন্টকে অবগত করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত